দুঃখ লুকিয়ে রাখো
দেখবে বিশ্বলোকের মানুষ
        তুমিতো দুঃখী নও;
হাসিতে দুঃখ ঢাকো
নিরিবিলি বসে আপনার সনে
       ‌জীবনের কথা কও।

জগতের সব ব্যথা
বুকের ভেতরে সযতন করে
        পুষে রাখো যদি তুমি;
জীবনের আকুলতা
পোড়বে অপূর্ণতার দহনে,
        রবে না গোঁয়ার্তুমি।

২৭/০৫/২০২৪
মিরপুর, ঢাকা।