বুকের ভেতরে হাত দিয়ে দেখো,
কত উত্তাপ! থার্মোমিটারে যাবে না তা' মাপা ততো।
কত যন্ত্রণা, কষ্টের কথা, বিরহ দহন
গহীন গোপনে গলে গলে পড়ে
ঝর্ণা-জলের মত;
নিত্যধারায় ঝরে তাহা অবিরত।
চাতকের ন্যায় মরু-তৃষা লয়ে চাইলাম শুধু
শীতল মেঘের বিন্দু,
ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসের জলে তুলে আনে
অপেয় পানীয়, লবন-জলের সিন্ধু।

২৬/০৫/২০২৪
মিরপুর, ঢাকা।