কবিতা যদি পাই,
পান্তা ভাতে লঙ্কা দিয়ে হাপুসহুপুস খাই।
নাই কোথাও নাই,
সেই মজাদার কবিতা ও কাব্যিকতা নাই।
কবিতা এখন পিনপিনে সুর নাই হৃদয়ের গান,
অন্ধকারের ছবির মতন ভয়ংকর আখ্যান।
এখন কবিরা ইনিয়ে বিনিয়ে শব্দের ফুলঝুরি
লিখতে পারেন ছন্দবিহীন কবিতা কুড়িকে কুড়ি।
ডিম্ব ভাজার কালে,
ছন্নছাড়া কাব্য লেখে
ধানি লঙ্কা-ঝালে।
ফেসবুকেতে দোলে,
লাইক-কমেন্টের আধিক্যে পায়
কবির তকমা হালে।
২৫/০৫/২০২৪
মিরপুর, ঢাকা।