এ বাড়ি তোর সরাইখানা- চিরদিনের নয়,
যেতে হবে ছেড়ে; হোক না যতই মধুময়।
রঙ্গরসের মানুষ জীবন
একদিন হবে সব সমাপন;
অচিন দেশে হইবে গমন
      ওরে ও মন, জানিও নিশ্চয়।

পানশালাতে মত্ত হয়ে মজলি রে মন কুকর্মেতে,
ভাবলি না তুই একটিবারও সুদূর দেশে হ‌‌‌বে যেতে।
সেই দেশেরই রূপের বাহার
মনোহরা! কি বলবো আর?
নাই বেদনা-দুঃখের ভার
      চিরশান্তির আনন্দময়।

২৫/০৪/২০২৪
মিরপুর ঢাকা।