কবীর কান্দে, কান্দে কবীর ঈমানের লাগিয়া;
অবহেলায় সকল হারায় পায় না রে খুঁজিয়া।
ঈমানদারির শরাব পিয়ে,
মত্ত-মাতাল হতে গিয়ে;
জগৎপ্রেমে সব হারিয়ে পড়ে সে লুটিয়া।
অজ্ঞানতার মায়ার ঘোরে করে বসবাস,
নির্বোধেরই বুজরুকিতে ঘটছে সর্বনাশ।
অমরপ্রেমের জ্যোতির্ধারায়
কত প্রেমিক ভাসিয়া যায়!
নয়ন জলে বক্ষ ভাসায়, হায়, হায়! করিয়া।
মোহমায়ার তনুর তীর্থে করে সে ভ্রমণ,
ভাবে নাতো হঠাৎ করে আসবে রে সমন।
শুভ্র-মুক্ত বুদ্ধি দিয়ে
কতজনে যায় এগিয়ে;
কবীর শুধু রয় পিছিয়ে সব কিছু ভুলিয়া।
০২/০৫/২০২৪
মিরপুর ঢাকা।