কালের ভেলায় চড়ে উদ্ভ্রান্ত পথিক
ছুটে যায় দূর গাঁয়, জোছনার লোভে;
কুজ্ঝটিকার সাগরে পায় না সে দিক,
স্বপ্নের বাসনা টুটে; ভীত লাজে-ক্ষোভে।
দিন-রাত্রি বয়ে যায়, ক্ষয়ে যায় আশা,
অনন্ত যৌবন তার দূরে ভেসে যায়;
ভেসে যায় অন্ধকারে প্রেম-ভালোবাসা,
ঝঞ্ঝাময় সময়ের উত্তাল হাওয়ায়।

বিলাসী স্বপ্নের কথা আকাশে হারায়,
অনন্তপারের দেশে চলে যায় ভেসে;
দিগন্ত রেখায় দেখে, সুখপাখি গায়-
জীবনের জয়গান, পরিযায়ী বেশে।
অক্ষয় কিরণধারা চায় সে জীবনে,
কোথাও পায়নি খুঁজে মাটির ভুবনে।

১৬/০৫/২০২৪
মিরপুর, ঢাকা।