মহোত্তম মানুষেরা পবিত্রতা নিয়ে
পূর্ণতা সৃজন করে, তাঁরা যে বিলিয়ে
দেয় প্রেম-ভালোবাসা অকৃত্রিমভাবে;
প্রকাশ্যে-গোপনে আর সহজ সদ্ভাবে।
অবিনাশী জীবনের কল্যাণের পথে
হেঁটে চলে দৃপ্তপদে কঠিন শপথে;
বিদ্যমান ঝড়-ঝঞ্ঝা অবহেলা করে
চলে, স্মরণীয় তাঁরা পৃথিবীর 'পরে।
আত্মশুদ্ধ মহাপ্রাণ কলুষতাহীন,
সত্যের শপথ নিয়ে ছোটে রাত্রি-দিন।
মানুষ মঙ্গলে সর্বদাই বীর্যবান,
ধুলি-লুণ্ঠিত হয়েও আলোকিত প্রাণ।
জগতে নমস্য তাঁরা চিরদিন রয়,
পৃথিবীর মানুষের অনন্ত বিস্ময়!
১৬/০৫/২০২৪
মিরপুর, ঢাকা।