ছন্দবিহীন কাব্যকথা চলছে দেদার আজ
ফেসবুকে আর ওয়েবসাইটে। 'কাজ নাই খই ভাজ'-
এমন ভাবের শব্দাবলী তোলছে বেতাল সুর,
বন্যফুলের ডাল-পালাতে ভরছে আঁস্তাকুড়।

ফেসবুকের এ কলাবিহীন কাব্যকথাগুলো,
থাকবে পড়ে পথের ধারে, যেমন পঁচা মূলো।
ছন্দকথা, রস-মাত্রা জানেন না যে কবি,
তাদের বাণী কালের স্রোতে ভেসে যাবে সবই।

লাইক-কমেন্টের সমর্থন যে রয় না বেশিকাল,
মেকি সাজের ঘুঙুর পরে যতই তুলুক তাল।
কালের বিচার ত্রুটিবিহীন সূক্ষ্ম এবং সঠিক,
অতীত দিনের সতেজ কবি দেখাইলো সেই দিক।

ক্ষোভ করো না কবি,
রাতের শেষে ঝরে যাবেই অ-কবি আর ভবি।

০৪/০৫/২০২৪
মিরপুর ঢাকা।