ওরে কবীর! আর কতদিন ছন্দগাথায় বলবি কথা?
নিয়ম মেনে কাব্য করিস, বলছে সবাই- বাতুলতা।
শেষ কর তোর কলমবাজি, ছন্দ ছাড়া লেখ রে আজি;
মান্ধাতার ঐ ভাবনাটি ছাড়, সেটাই যে আধুনিকতা!

২২/০৪/২০২৪
মিরপুর ঢাকা।