আবডালে কেউ কেউ যে বলে, 'কবীর বড় অভিমানী!
ফুল কুড়ালো ভালোবাসায়; পেলো নাতো পুষ্পদানি'।
ফুলগুলো সব এলোমেলো যথায় তথায় সব হারালো;
গুঁজলো না কেউ খোঁপার মাঝে;তাইতো, মনে এতো গ্লানি।

২২/০৪/২০২৪
মিরপুর ঢাকা।