সহজ সরল থাকবি যত পড়বি তত জটিলতায়,
কূটচক্রে সাধুজনে ঘুরে মরে আবিলতায়।
ছলের থাকে হাজারটি পথ, পুষ্পভরা স্বর্ণালী রথ;
কারুকার্যের সোনার মুকুট পায় যে শোভা তারই মাথায়।

২২/০৪/২০২৪
মিরপুর ঢাকা।