তোমার রূপের ঝলক দিয়ে আমার হৃদয় ভরিয়ে দাও;
কুমন্ত্রণার লোভ-লালসা মনের থেকে সরিয়ে দাও।
অধম আমি দিবস-যামী ডাকছি তোমায় জগতস্বামী;
স্বর্গভূমির ছায়া-শীতল চাদরখানি জড়িয়ে দাও।

২২/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।