আত্মা আমার নিত্য খোঁজে অতল জলের জ্যোতির্মতি;
এই পৃথিবীর বহ্নিশিখায় যাচ্ছি জ্বলে, ঘোর দুর্গতি।
লোভ-লালসার মদের ফেনায় শুদ্ধচেতন সব ভেসে যায়;
স্নিগ্ধ সরস কোমল হাতে তুলে ধরো, হে প্রিয়তি!

২২/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।