ভালো যদি বাসিস; তবে, লোভ-লালসা ছেড়ে দিয়ে,
রাত্রি-দিবস গেলাস গেলাস প্রেমের শরাব যাস তুই পিয়ে।
ইসকের মোম উঠলে জ্বলে- পরাণ কাঁপে, উঠে দুলে;
আশুক-মাশুক এক হয়ে যায় পরস্পরে রয় জড়িয়ে।

২২/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।