রহস্যময়, হে প্রিয়তি! রও লুকিয়ে অচিন গাঁয়ে;
তোমার খোঁজে দিচ্ছি পাড়ি অকূল সাগর ভাঙা নায়ে।
বিশ্বনিখিল সৃষ্টি তোমার খুঁজতে গিয়ে হই জেরবার;
দয়া করো, দয়াবতী! স্থান দাও হে, তোমার পায়ে।

২২/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।