রবির কিরণ সরায় যেমন অন্ধকারের ভয় ও ভীতি,
তেমনি করেই মনের ভেতর আলো জ্বালাও; হে অদিতি!
অহিংসাবোধ, পরোপকার; আমার মনের হোক সাধনার;
শক্তি দাও হে, পরাণ খুলে গাইতে নিতি তোমার গীতি।

২২/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।