এই ধরাতে আবার আসার, ভালোবাসার ইচ্ছে আছে;
এই মানুষের যতোটা ঋণ শোধ করিতে, তাঁদের কাছে।
চিরতরে নাশ করো না, হে প্রিয়তি সুরঞ্জনা!
ফের পাঠাইও ভালোবাসায় পূর্ণ করে, ধরার মাঝে।

২২/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।