কলুষতা, কদাচারী স্বার্থপরের মনের মাঝে
রম্যকথার ন্যাকামিতে বিরাজ করে সকাল-সাঁঝে।
মিথ্যাবাদী বন্ধু হলে, ঠকাবে সে নানান ছলে;
চতুর এবং কঞ্জুসকে ডাক দিও না কোন কাজে।

২২/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।