আমার পাপের সকল খবর কেউ জানে না এই পৃথিবীর,
অসার শূন্য পৃথ্বিতলে বলছে সবাই- 'সফল ও বীর'!
তাতেই আমার খুশির তুফান, ঝলকে উঠে পাষাণ পরাণ;
কিন্তু, আমার গোপন খবর সবই জানা কমলমুখীর।

১৫/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।