ঘুমিয়ে জীবন কাটাইলি তুই, দেখলি না তাঁর রূপের বাহার;
মদ্যপায়ীর শারাবখানায় রাত্রি-দিবস করলি রে পার।
অনন্তকাল রইবি যেথায়, সঙ্গীবিহীন অন্ধকারায়;
তার বে-খবর রইলি সদায়, ভাব মন তোর এ কী কারবার!

১৫/০৪/২০২৪
মিরপুর, ঢাকা।