শোন, হে মানুষ! এই মৃত্তিকার জগতের মাঝে,
যত দ্বন্দ্ব-হত্যা, বিসম্বাদ, খুন-খারাবি বিরাজে;
মর্মমূলে ধর্মকথা। ভণ্ডামির মহতি ছলনা,
কত সুখ ও শান্তির কথা বলে! ধরায় এলো না।
ধর্মের মুখোশে যারা মনগড়া ধর্মকথা কয়,
লোভী ও বেনিয়া তারা, মানুষ জেনেছে বিশ্বময়।
যুদ্ধক্ষেত্রে যত মেধা, রক্তক্ষয় হয়েছে ভুবনে;
যত মৃত্যু, ঘৃণা জন্মে পৃথিবীর মানুষের মনে,
গোপনে প্রকাশ্যে; সম্মিলিতভাবে, এই পৃথিবীতে
বিচ্ছিন্নতায় ঘটেছে, গ্রন্থপন্থী ক্রোধের সংগীতে।
যুগে যুগে কালে কালে যুদ্ধের দামামা বেজে যায়,
মানুষের রক্ত, প্রাণ অকারণে ঝরে যায়; হায়!
ধর্মের সরল কথা করেছে জটিল বেনিয়ারা,
স্বীয় স্বার্থ চরিতার্থে চিরকাল ব্যস্ত রয় তারা।
২৭/০৪/২০২৪
শাহজালাল উপশহর, সিলেট।