জোছনার বৃষ্টিজল ঝরে না এখন
গাঁয়ের শ্যামল পথে আগের মতন।
সভ্যতার ক্লিষ্ট হাত মুছে দিয়ে গেছে
গ্রাম্য সুখ, পেলবতা। গ্রাম হারিয়েছে
মুগ্ধকর শীতলতা, ছায়ার মমতা;
সবুজের কারুচিত্র, অপার স্নিগ্ধতা।
মানুষের ভালবাসা, পরম বিশ্বাস
ফ্যাকাসে হয়েছে; ঝরে দীর্ঘ দীর্ঘশ্বাস।
কি দিয়ে বাঁধিবো তারে? শুধু ভেবে যাই;
চারিদিকে চাই- দেখি, নাই, কিছু নাই।
পালতোলা নাও নাই, নাই স্বচ্ছজল;
ঝিঁঝিঁর সেতার নাই। বহে অনর্গল
লোভাতুর লালারূপ দূষিত বাতাস।
কোথা থেকে নেবো আজ জীবনের শ্বাস!
২৭/০৪/২০২৪
শাহজালাল উপশহর, সিলেট।