কম দামে পেলে কিছু লাফ দিয়ে কিনে নাও,
অবশেষে বোঝা যায় টাকাগুলো গেলো ফাও।
ভালো করে দেখে-শুনে বুজদিলে কেনো যদি,
কেনা মালে কখনোই পাবে নাকো কোনো রদি।
সস্তার তিন দোষ সত্যটা জেনে নাও,
ঠকে যাবে জেনে রেখো, যদি দামে কম চাও।
রবি বাবু কম দামে মোজা কিনে সস্তায়,
হাতে তাঁর লাগে নাকো তাই শেষে পস্তায়।
'কনকনে শীত তাই' কবিতায় বলে যায়,
সস্তার দস্তানা হাতে নাহি ঢোকে, হায়!
০৩/১১/২০২১
মিরপুর ঢাকা