ক্রান্তিকালে শান্তি পেতে ছুটে আসি পানশালাতে,
অহংকারের মদের ফেনায় ডুবে থাকি দিনে রাতে।
কষ্ট থেকে চাই যে ত্রাণ হৃদয় আমার দেই বলিদান;
হে প্রিয়তি! আর ভেঙো না তোমার প্রবল অভিঘাতে।

১১/০৩/২০২৪
ঢাকা।