রূপসীরা শিকার করে রূপপিয়াসী প্রেমিক মন,
তুমি কি গো তেমনিভাবে শিকার করো প্রতিক্ষণ?
কথায় কথায় করো শাসন প্রেম নাকি মোর মিথ্যা ভাষণ!
দেখলে তোমায় শান্তি লভি, নইলে মন হয় উচাটন।

১১/০৩/২০২৪
ঢাকা।