প্রিয়ার কালোচোখের ভেতর জোৎস্না ছড়ায় আধখানা চান,
অরূপ রূপের জ্যোতির ধারায় মুগ্ধ যে হয় আমার এ প্রাণ।
দেহের রূপের কি বলবো আর! নাই তুলনা জগৎ মাঝার;
পরাণ আমার ঢেলে দিলাম চরণতলে নজরানা দান।

১১/০৩/২০২৪
ঢাকা।