লুট করে নে প্রিয়ার ঠোঁটের মধুর হাসির ঝর্ণাধারা,
পান করে তা' বদ্ধমাতাল হয়ে যা' রে আত্মহারা।
জীবন যখন দু'দিনের; তাই, সবার মুখে ছিটিয়ে ছাই
খুশির শরাব গেলাস গেলাস খেয়ে হ' তুই আকুলপারা।

১১/০৩/২০২৪
ঢাকা।