দুই দিনের এই পানশালাতে রইবি বসে আর কতকাল?
রক্ত-মাংস গরম হলেই দিবি রে তুই আর কত ফাল?
কালের বাঁশি বাজবে যখন জীবন প্রদীপ নিভবে তখন;
শিরীন শরাব আর পাবি না  হোস যদি তুই বে-সামাল।

১১/০৩/২০২৪
ঢাকা।