তোমার মুখের মিল পাওয়া যায় ফুল পাখি আর শিশুর গালে,
সে রূপ দেখে নৃত্য করি গীত গেয়ে যাই উন্মাতালে।
দুঃখ যখন ঝেপে আসে পাই না তোমায় আমার পাশে;
ঘোর হাহাকার উঠে বেজে পড়ে থাকি গোলেমালে।
১১/০৩/২০২৪
ঢাকা।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.