জুঁই চামেলী কুন্দ বেলি যুঁথি
একই পরিবারের পুষ্প তারা;
শুভ্র সাদা সুগন্ধময় অতি
পুষ্পপ্রেমিক ভ্রমর পাগলপারা।
স্নিগ্ধ নরম পাঁপড়ি সবিশেষ
বৃষ্টি পেলেই ছড়ায় মিষ্টি ঘ্রাণ;
সৃষ্টি করে মুগ্ধ পরিবেশ
এ সবকিছু প্রকৃতিরই দান।
বর্ষজীবী গুল্ম-লতার ঝাড়
জন্ম তাদের পাহাড়-সমতলে;
বাড়ির পাশে, টবে, পুকুর পাড়
ইংরেজিতে 'জেসমিন' ফুল বলে।
গন্ধ ছড়ায় আনন্দ পায় সবে
ফুলের মত জীবন গড়ে যাও;
মানুষ জীবন এমন হলে, তবে,
পৃথিবীতে নামবে স্বর্গটাও।
২৪/০৯/২০২৩
ঢাকা।