আপন করে বাঁধতে বুকে এ মন চাহে সারাক্ষণ,
চপল আঁখির দীপ্তদেহীর চাচ্ছে পরশ তনু-মন।
জ্ঞান-বুদ্ধি-বিত্ত মাঝে খুঁজছি তাঁরে সকাল-সাঁঝে;
রহে না সে ভালোবেসে আমার পাশে একটু ক্ষণ।

১১/০৩/২০২৪
ঢাকা।