কিছুই পড়ে না মনে- স্মৃতিকথা, মনের বেদনা,
আনন্দের সুখধারা। পেঁজাতুলো মেঘের মতোন
উড়ে যায় বহুদূরে, স্মৃতিময় সুদূর অতীত।
কিছুই পড়ে না মনে, শূন্যতার গভীর সময়
কেটে যায় বর্তমান, ভবিষ্যৎ ভাবনাবিহীন।
বিছানায় শুয়ে শুয়ে ভাবি সারাদিন, এ কেমন
জীবন-যাপনধারা? অন্তহীন দুঃখের বাসরে
বয়ে যাই নিরন্তর কলাহীন, আনন্দবিহীন।
কূলহীন নদীজলে ভাসিয়েছি সোনার তরণী,
ঝঞ্ঝাক্ষুব্ধ জলধারা, বৈরী বাতাসের তোড়জোর;
উত্তাল ঊর্মিতে ভাসি। মনে হয়, এই বুঝি ডোবে
অতল জলের তলে, করে দিতে জীবন সংহার।
চুপচাপ বসে আছি, নিয়তির হাতে সমর্পন
করে দিলাম জীবন; সুখ-আশা, আনন্দ নিগম।
২৯/০৮/২০২৩
ঢাকা।