আজ তীব্র হিংস্রতম ফলা উত্তোলিত,
পরস্পরের শরীরে আঘাত হানার
ইচ্ছা নিয়ে। নয়া চর দখলের মতো
তাঁরা মুখোমুখি যেন যুদ্ধের প্রত্যয়ে।
গেরিলা ছন্দের আদর্শের যুদ্ধ নয়;  
এ যেন মহাকাব্যের যুদ্ধ- কুরুক্ষেত্র;
হত্যার তৃষ্ণায় শঙ্খচুড়ের বিষাক্ত
ছোবল হানার প্রতীক্ষায় প্রতিক্ষণ।
দিশেহারা রক্ত চক্ষু জ্বলে অন্ধকারে;
তীব্রতম যন্ত্রণায় পুড়ে যাচ্ছি আমি,
পুড়ে যাচ্ছে বুদ্ধিজীবী, কবি ও কেরানি;
পুড়ে যাচ্ছে রূপকথা, শস্য, ফুল, নদী,
মায়াবী সন্ধ্যার কাব্য, গ্রাম ও শহর।
আজ একজন মুজিবীয় কবি চাই,
ছিন্নভিন্ন সমাজের মানুষের মনে
বোধের প্রদীপ শিখা জ্বালাতে আবার।

২৯/০৭/২০২৩
মিরপুর, ঢাকা।