সাধ জাগে আজ চুম্ব দিতে ফুলের ঠোঁটে, হে প্রিয়তি!
কুঞ্জপথে চলতে গিয়ে দেখি তোমার অসঙ্গতি।
অনাদর আর অবহেলায় পড়ে থাকি পথের ধুলায়;
আপন ভেবে আপনি এসে তুলে নিলে কিসের ক্ষতি?

১১/০৩/২০২৪
ঢাকা।