ভাগ্যবসে এলাম আমি তোমার রূপের পানশালাতে,
দাও তুলে তাই শিরীন শরাব গেলাস ভরে আমার হাতে।
চির অমর হবোই; যদি, পান করি তা নিরবধি;
ঈমানদারীর শরাব পিয়ে মিলন হবে তোমার সাথে।

১১/০৩/২০২৪
ঢাকা।