এক চোখে দোলে শ্যাম জোড়াসাঁকো,
                           আর চোখে চুরুলিয়া।
দেখেছি প্রাণের দীপ্ত মানুষ এ দু'নয়ন মেলিয়া।

সঞ্চয়িতা, না সঞ্চিতা বড়? ভাবিনি কখনো আমি;
একটি দিবস-সুষমা আলোক; অন্যটি সুখ-যামী।
কোনটা যে বেশি দরকারি, সেটা কিরূপে যাই বলিয়া?
দেখেছি প্রাণের দীপ্ত মানুষ এ দু'নয়ন মেলিয়া।

কে কোন জাতের? ভাবি না কখনো, হিন্দু-মুসলমান!
এক আকাশের জ্যোতিষ্ক তাঁরা উজ্জ্বল অম্লান।

রবীন্দ্রনাথ বিশাল সিন্ধু- অনন্ত জলরাশি,
পৃথিবীর মাঝে নজরুল যেন বিবেক-বিষের বাঁশি;
আনন্দ আর বেদনার মাঝে নিত্য যায় দুলিয়া।
এক চোখে দোলে শ্যাম জোড়াসাঁকো,
                            আর চোখে চুরুলিয়া।

০৯/০৪/২০২৪
ঢাকা।