বসন্তের জলসায় নেচে যায় ফুল-কুঁড়িদল,
আনন্দের সুরে গায় আত্মার ধ্যানের পদাবলী;
অন্ধ ও বধির হয়ে নিরুত্তাপ ফাগুনে পোড়াই-
সুখ শান্তি স্বস্তি প্রেম ঈর্ষা ভয় আকাঙ্ক্ষা সকলি।
ভাগ্যের নির্দেশ মেনে হেঁটে চলি, কাদা-জল পথে,
রাগ অনুরাগ ভুলে, অনির্দিষ্ট গন্তব্যের প্রতি;
বুকের ভেতরে জ্বলে বিনিদ্রের কষ্টের সাহারা,
অশ্রুর বাদল ঝরে, নেমে আসে অতল দুর্গতি।

ফুলের রাজ্যের মাঝে যেন এক কন্টক উদ্যান,
অবহেলা অসম্মান পীড়ণের যাতাকলে পিষ্ট;
রূপ সুষমার শোভা সবকিছু হয়েছে বিলীন,
মরুর রুক্ষ জীবন কাউকেও করে না আকৃষ্ট।
করুণা বারির তরে কতবার গিয়েছি মন্দিরে,
দুয়ার খোলোনি; তাই, রক্তনদী বহে মন চিরে।

২০/০৩/২০২৪
ঢাকা।