মিলন পাত্র দাও তুলে আজ আমার হাতে কমলমুখী,
তোমার বুকের পানশালাতে মাতাল হয়ে হইবো সুখী।
নয়ন-পাতা ঘুমহীন আজ, দেখে তোমার রূপ কারুকাজ;
পান করালে ঈমানদারী শান্ত যে হয় সকল দুখী।

১১/০৩/২০২৪
ঢাকা।