কটাক্ষে আর চেও নাকো নিত্য পুড়ি তোমার আশায়,
রঞ্জিত ঠোঁট পুষ্প-মদির নিত্য আমায় ভাবায়-হাসায়।
তোমারে নয়ন আকাশ তলে আমার ব্যথার প্রদীপ জলে;
পথের ধুলায় তাই পড়ে রই কমলমুখীর চরণ আশায়।

১১/০৩/২০২৪
ঢাকা।