তুমিই মদ্য, তুমিই সাকি অন্যলোকের প্রেম-দিশারী,
হে প্রিয়তি, দিয়াসিনী! আমি তোমার প্রেম-ভিখারি।
পানশালাতে শত খেলায় বুকে জড়াই অবলীলায়;
ব্যভিচারী-বেভুল বলে কমবকত সব শাস্ত্রাচারী।

০৯/০২/২০২৪
ঢাকা