ভবঘুরের এ জীবনে তোমারে চাই আমার সনে,
থাকবে সকল রণাঙ্গনে শক্তি হয়ে সংগোপনে।
দুর্বিষহ জীবন-জালা শান্তিবিহীন মন উতলা;
এসো তুমি দিয়াসিনী আমার ক্লান্ত বেভুল মনে।

০৯/০৩/২০২৪
ঢাকা।