রূপমাধুরীর অরূপ হাতে গেলাস গেলাস মদ্য পানে,
বসন্তনিকুঞ্জে আজি মাতাল হব বাউলা গানে।
আয় প্রিয়তি সুধাধারা, তুই বিহনে মূল্য ছাড়া;
তোর পরশে উঠবে হেসে অনন্তরাগ মত্ত প্রাণে।

১৪/০৩/২০২৪
ঢাকা।