হাওয়ায় ভাসে শিশির ভেজা আম্রমুকুল সুবাস ধারা,
বন-মৌমাছি বিভোর হলো মদ্য নেশায় পাগলপারা।
চিত্ত সুখে সব বিস্মরি, ডাকছি তাঁরে- আয় সুন্দরী!
মোহের শিকল ছিন্ন করি' আজকে হবো আত্মহারা।

১৪/০৩/২০২৪
ঢাকা।