প্রস্ফুটিত ফুল বাগিচায় হাত ইশারায় ডাকছে কে রে?
তন্বী সাকি শিরিন ঠোঁটে বলছে ডেকে- 'তুলে নে রে'।
দুহাত দিয়ে জড়িয়ে ধরে নে তুলে আজ বুকের 'পরে;
আয় ছুটে আয় তীব্রবেগে অন্ধকারের অসুর মেরে।

১৪/০৩/২০২৪
ঢাকা।