আর কতকাল থাকবি পড়ে অন্ধকারে বদ্ধ-মাতাল?
সন্ধ্যারবি বসলো পাটে, ওড়াও এবার মাস্তুলে পাল।
তরী এবার ছুটুক জোরে, কুল ছেড়ে যাক বহুদূরে;
সঙ্গী-সাথী সঙ্গে যারা, বলবে তারা- 'সামাল, সামাল'!

১৪/০৩/২০২৪
ঢাকা।