হাঁসের যদি হাসিটা পায় প্যাঁকপ্যাকাইয়া হাসে,
পিটার হাসের হাসি পেলেই খুঁকখুকাইয়া কাশে।
স্যুট-বুট-টাই পরা হাসের দেখছি নাচন কত!
কথার বড়া ছড়া করে বলতো অবিরত।
ঠোঁটের পাতায় রাখতো হাসি মনে অন্যকথা,
বললো সেদিন, 'ওসব ছিল শুধুই বাতুলতা'।
তত্ত্ববিহীন তথ্য দিলেই দূত হয়ে যায় হাঁস,
তথ্যাবলির ঘাটতি হলে ঘটে সর্বনাশ।
হাসিচ্ছলে হাঁসের ছবি উঠল ভেসে স্ক্রিনে,
পিটার হাসও হাসলো প্রচুর নিজকে নিজে চিনে।
জি ডব্লু এল সি (GWLC)-তে
হাসলো হাসের হাঁসের ছবি হাসির খোরাকি দিতে।
(GWLC- Global Youth Leadership Centre)

০৯/০২/২০২৪
ঢাকা।


খবরঃ দৈনিক প্রথম আলো ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ "নিজের বদলে হাঁসের ছবি জুড়ে দিয়ে হাসালেন পিটার হাস" শিরোনামের খবরের প্রেক্ষিতে লেখা।