আমরা পেরেছি, আমরা পারবো, আমরা থামবো না;
অত্যাচারীর অসংগতি আমরা মানবো না।
                                  আমরা থামবো না।

আঁধার কাটা জ্ঞানের শিখা জ্বালবো মহীতলে,
স্বদেশ প্রেমের প্রথম স্লোগান- জয়বাংলা বলে;
দৃপ্তপদে এগিয়ে যাবো ভয়ে দমবো না।
                              আমরা থামবো না।

জন্মভূমি বাংলাদেশে আমরা রইবো জেগে,
দেশের তরে, দশের তরে ছুটবো অগ্নিবেগে;
মাতৃমুক্তি সান্ত্রী হবো এইতো কল্পনা।
                          আমরা থামবো না।

বিশ্ববাসী অবাক চোখে তাকিয়ে রবে চেয়ে,
সতেজ সবুজ জীবন্ত প্রাণ দেশের ছেলে-মেয়ে;
একাত্তরের রণাঙ্গনের কথা ভুলবো না।
                              আমরা থামবো না।

২৯/০২/২০২৪
ঢাকা।