ব্যস্ত শহর, ব্যস্ত নগর,
          ব্যস্ততারই জীবন যাপন;
বেঁচে আছি একলা আমি
          দিন-দুপুরের চাঁদের মতন।
      ঘোর-হতাশার সাগর জলে
      সাঁতার কাটি পাবো বলে;
হে প্রিয়তি! দাও দেখা দাও,
          প্রভাত বেলার স্নিগ্ধ তপন।

১৪/০৩/২০২৪
ঢাকা।