ঠোঁটের কোণায় বিদ্যুৎশিখা জ্বলে,
অপরূপ ধারা নিয়ত ঝরছে যেন;
প্রেমাতুর মন চমকিয়া উঠে বলে-
'জ্যোতির্মতিগো, অগোচরে ছিলে কেন'?
ভোরের শিশিরে সূর্যের কণা হাসে,
অরূপ ললিত রূপের আরক মেখে;
রাত্রির শেষে সবুজ দূর্বা ঘাসে
লুটোপুটি খায়; অবিরাম যায় চেখে।
বেপরোয়া মন ভাঙতে ধোঁয়ার বাঁধা
পারে না কখনো, অনিমেষ রয় চেয়ে;
মৃত্তিকা 'পরে তুমি এক অনু-রাধা,
এসেছো ভুবনে অমরাবতীর মেয়ে!
প্রেমিক-হৃদয় বিরহ-দহনে জ্বলে,
চাঁদনী তরল পূর্ণিমা রাত কাঁদে
(অমাবস্যার নিঝুম আঁধার তলে);
গুমরি গুমরি জীবনের অবসাদে।
১৯/০৩/২০২৪
ঢাকা।