যাবে তুমি আমার সাথে শহর ছেড়ে দূরের গাঁয়?
বসবো দুজন বিকেল বেলায় নদীর পাড়ের বটের ছায়।
ছেড়ে নিটোল ঘর সংসার,
রাজ্যনীতি, চিন্তারভার;
অনন্যলোক করবো সৃষ্টি আমরা মিলে দু'জনায়।
দেবো পাড়ি পৃথ্বি ছেড়ে ধূসর-নীলের আকাশ গায়,
রাতের বেলায় সপ্ত ঋষি যেথায় বসে নিদ্রা যায়।
করবো সৃষ্টি আদিম প্রভাত,
উঠবে হেসে নিশুতি রাত;
প্রাণ কাটতে দৌঁড়ে আসা মৃত্যুদূতও বলবে- হায়!
আয়রে আমার প্রাণের সাকি ভাগ্যলিপি লিখি আজ,
কল্পকথার গল্পের ন্যায় ধরবো তরুণ অরুণ সাজ।
শরাব-রুটির পানশালায়,
বিত্ত-মোহে মত্ত সবায়;
আমরা দুজন করবো কূজন পাখির মতন সকাল-সাঁঝ।
প্রেমের ইতিহাসের কথা নতুন করে লিখবে সবাই,
লাইলী-মজনু, ফরহাদ-শিরি, য়ূসুফ-জোলেখা তুচ্ছ ছাই!
গল্প হবে জ্যোৎস্না রাতে,
প্রেমিক মনের কল্পনাতে;
চল্ ভবানী রসবতী! এই শহরে কিছুই নাই।
১৬/০৩/২০২৪
ঢাকা।